Monday, December 10, 2007

আইরিন শুনো

আইরিন শুনো ,
আজকে যদি তোমার ৯ রকমের সমস্যা
১৮ রকমের পড়া , আর ,
৩৬ রকমের পরীক্ষা না থাকে -
আমার সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পথে হাঁটবে ?

আমার আজকে ৩৬ রকমের কাজ ফেলে
১৮ রকমের দায় দায়িত্ব ভুলে
৯ রকমের কষ্টকে সিন্দুকে তুলে
স্রেফ তোমার সাথে হাঁটতে ইচ্ছে হলে
তুমি কি আমার এই ইচ্ছের ফিতে টুকু কাটবে?

1 comment:

biasagenor said...

dada apnar lekhata amar khub valo legese...