লাখো কি মেহফিলমে ভি একেলা মেহসুঁস হোনে লাগে
তেরে যানে বাদ , হাম সফর , তেরে আনে কে আগে
তুনে এক শহর ছোড়া
ম্যায়নে দুনিয়া ছোড়দি
In a gathering of millions
I feel isolated from the universe
You have left my city
Now its baren and dead with out you!
তোমায় এমন বাসবো ভালো
মৃত্যু এসে থমকে যাবে
তোমায় আমি খুব জড়াবো
আজরাঈল ও চমকে যাবে
ভাববে প্রভু , এই দুজনা
আবার কেন একলা হবে?
এক আত্মায় টুকরো করে
শান্তি কি আর রইবে ভবে!
ঈশ্বরের হাত কেঁপে যাবে যেদিন সময় হবে কাউকে ডেকে নেওয়ার । প্রভু কি তাঁর সবচেয়ে বিশুদ্ধ প্রেমের রূপটিকে ভেঙে ফেলার মত কঠোর হবেন? তিনি কি হারাতে চাইবেন , তাঁর আনন্দ খনি ? আমি তোমাকে যেমন করে ভালোবাসতে চাই , সে তো মহাকালের সময় আধারিত নয় , প্রিয়! আমি তোমায় যেমন করে ভালোবাসতে চাই , সে তো বস্তুবাদীতায় আক্রান্ত নয় । আমি তোমায় যেমন করে ভালোবাসতে চাই , সে তো যুক্তি, হিসেব আর স্বাভাবিকতার শৃঙ্খলে শিকলিত নয় , প্রিয়ম। আমার ভালোবাসায় মুক্তি । আমার প্রেমে স্বাধীনতা । আমার বাহুতে শান্তি । আমার বুকে , তুমি , তুমি , তুমি ।
জিন্দেগীমে তো সব হি পেয়ার কিয়া করতে হ্যায়
ম্যায় তো মর কর ভি , মেরি জান, তুঝে চাহুঙ্গা !
তু মিলা হ্যায় , তো ইয়ে এহসাঁস হুয়া হ্যায় মুঝকো
ইয়ে উমর মুহব্বত কে লিয়ে থোড়ি হ্যায় !
সবাই তো জীবনে চায় প্রেমের অবগাহন
আমি তো তোমায় মৃত্যুর ঐ পারেও চেয়ে যাবো
তোমায় পেয়ে খুব বুঝেছি যতই বাসি ভালো
একটা জীবন ভীষন ছোট , ভরবে না তো এ মন!