অল এনিমেলস আর ইকুয়্যাল - সাম এনিমেলস আর মোর ইকুয়্যাল দ্যান আদার্স
জর্জ অরোয়েল ( এনিমেল ফার্ম)
অশরীরী শরীরেও লেগে গেলো দাগ
দেখেছো কখনো কোন নিদাগ মেয়েবেলা ?
নখরের সাথে মিলে খুরের উন্মাদ
খেলে চলে ক্ষমতাকে চেটে দেওয়া খেলা
এই সব কোন দিন হয় না পুরানো
কারবালার হোসেইন কিংবা বৃটিশের কেরানী প্রেম
শোষকের প্রথম পছন্দ মীর , ভাতের কাঙাল
কাকেদের মধু মধু আনুগত্যের হেম
আমাদের কেউ কেউ , যারা বুঝে ফেলি
দৃঢ় পায়ে আগ্রাসনের বিরুদ্ধে নেই উলঙ্গ প্রতিরোধ
ঘাসমূলে প্রান্তিক ভালোবেসে, আত্মজ ভুলে
বুকের রক্তে দিতে চাই ২৫শে মার্চের শোধ
মুক্তিকামী যোদ্ধারা কেউ ভাবেনি “ফিরবো”
আমরাও ফিরি না কাগজ ও কোটার লালসায়
জীবন আর শরীর , চেতনায় বাংলা মায়ের ঋণ
থু থু দেই তোদের ঘুষের ব্যবসা , লাভের মালশায়।
বিউটি খালার মডারেট মুমিন , দেখি সবুজ প্রেমে মত্ত
ডিজিটালেও পুরান মদের নতুন শিশি’র পসরা
আমরা খালি অবাধ্য রই মদ ছোঁব না পণে
দেশ বিকিয়ে কিনবো না কেউ বেহেস্ত যাওয়ার খসড়া !
8 comments:
eto valo ekta likha.. :)
apni kintu oi blog-a eirokom likha den nai amar monay hoy..
khub valo hoisay.. :D
apnar ei likhti khub valo hoisay..khub valo.. :)
apni ei rokom likha SIB-a den nai keno..?..SIB-a ja likhten er agay tao onek valo..kintu eita beshi valo monay hocchay amar kachay..
eto valo likha..khub shundor hoisay..
valo thakben.. :D
পইড়া যাই,কিন্তু কমেন্ট করি না।
গোলাপী কালারটা ভালো লাগে নাই। তবে কবিতা পড়ার পরে পুষিয়ে গেছে
- চোর
golapi colorta khet lagtese. tobe kobita porar pore mon bhalo hoye gese.
- Chor
যতটুকু বুঝতে পেরেছি -- দারুন!
মেট্রো রেলের আওয়াজ অনেক দূর পর্যন্ত পৌঁছয় - তাই না?
didi, jotil hoise(na poira)...
dushor chaya
Post a Comment