Monday, July 2, 2007

এলোমেলো টুকরো ভাবনা

১।
রাগের নাম খুঁজে পেলে এক মুঠো সুর
আকাশ তখন ছিলো মেঘলা প্রেম বিধুর
সে আকাশে নামে স্বরের খেলা ফোটা
কি সব রাগে ভেঙে পড়ে বুকের চিলে কোঠা !

২।
চরিত্রহীন সে, দুষ্ট লোক
করেছে ভোগ
বিধাতার আনন্দ ধামে ।
জীবনের অবিমিশ্র দামে
সে কি না খুঁজে নিলো বিষের বাটি
অথচ পাশেই পড়ে ছিলো শুদ্ধতার খুঁটিনাটি !

৩।
সব কালচে মেঘের নিরাপদ আচ্ছাদন ছুঁড়ে ফেলে
বিষন্ন রোদের কম্বলে উষ্ণ হয় নাগরিক বেসাতি
প্রিয় কলমের খাপ চৌচির । পরোক্ষে কালি ঢেলে
মুছে নেই যত পেন্সিলে লেখা প্রেম আত্মঘাতি !

4 comments:

Alone said...

ea..manay..
ame kintu kisue bujhinai..kobiter bishoybostu.. :(

Alone said...

tobay..khub valo hoachay.. :D

শফিকুল ইসলাম 'টুটুল' said...

বেশী কঠিন...
বুঝাইয়া দ্যান


http://22L.blogspot.com

Anonymous said...

তুম ইতনা শোকতো শোকতো কবিতা লিখতা হায় - পড়কে হামারা কোমল মস্তিষ্কমে অতিরিক্ত চাপ পড়তা হায়।