১।
রাগের নাম খুঁজে পেলে এক মুঠো সুর
আকাশ তখন ছিলো মেঘলা প্রেম বিধুর
সে আকাশে নামে স্বরের খেলা ফোটা
কি সব রাগে ভেঙে পড়ে বুকের চিলে কোঠা !
২।
চরিত্রহীন সে, দুষ্ট লোক
করেছে ভোগ
বিধাতার আনন্দ ধামে ।
জীবনের অবিমিশ্র দামে
সে কি না খুঁজে নিলো বিষের বাটি
অথচ পাশেই পড়ে ছিলো শুদ্ধতার খুঁটিনাটি !
৩।
সব কালচে মেঘের নিরাপদ আচ্ছাদন ছুঁড়ে ফেলে
বিষন্ন রোদের কম্বলে উষ্ণ হয় নাগরিক বেসাতি
প্রিয় কলমের খাপ চৌচির । পরোক্ষে কালি ঢেলে
মুছে নেই যত পেন্সিলে লেখা প্রেম আত্মঘাতি !
4 comments:
ea..manay..
ame kintu kisue bujhinai..kobiter bishoybostu.. :(
tobay..khub valo hoachay.. :D
বেশী কঠিন...
বুঝাইয়া দ্যান
http://22L.blogspot.com
তুম ইতনা শোকতো শোকতো কবিতা লিখতা হায় - পড়কে হামারা কোমল মস্তিষ্কমে অতিরিক্ত চাপ পড়তা হায়।
Post a Comment