Tuesday, August 7, 2007

তোমার খান্ডব দাহন


তোমার খান্ডব দাহনকে মুঠোয় পুরে ভিজতে ইচ্ছে করে

তিন তিনটে হিম যুগ পেরিয়ে এসে

শীতল মানুষ যেমন আঁকড়ে ধরে প্রমিথিউসের আগুন!


তোমার বিষ পুষ্পে চুল সুতো করে মালা গাঁথতে ইচ্ছে করে

আমরণ অন্ধকারে ডুবে থেকে

উঁই মন যেমন খোঁজে গার্ডেন অফ এডেনের ফাগুন !


তুমি আমি দুজনেই জল ভালোবাসি

মেঘনার মোহিনীকে দেবে একবার যমুনার যূপকাঠ?

2 comments:

Anonymous said...

সুতানুটি, গোবিন্দপুর, লবণ-হ্রদ
সেখানে তথ্যপ্রযুক্তি ঈশ্বর -
পরী আর প্যাকেজ প্রেমের নগরে
ক্ষীণজীবি আনন্দেরা নশ্বর।

তুমি অ-নে-ক ভালো থেকো
মাঝে মাঝে ভুল করে...
আমার কথা ভেবো!

Anonymous said...

যখন খুকীর হবে রাগ...ন্যাপথালিনে মুড়িয়ে নেবো এক-বুক সোহাগ!!!!!