আমি তোমাকে কাছে থেকে দেখতে চাই ।
খুব, খুউব কাছে ।
শুনেই পুরুষ সরায় তার দেহ আচ্ছাদন।
পরিচিত অপরিচিত নগ্নতা
তার রুপ সম্ভার নিয়ে দাঁড়িয়ে থাকে নির্বোধ সৌন্দর্য্যে ।
আমি নির্লোভ হতাশায় নয়ন লুকাই অপমানিত বুকে।
দু'ফোটা জলের পর্দা টানি আমাদের মাঝে ।
ও কি বোঝে না ?
মেঘ সরিয়ে নিলে আকাশ হয়ে যায় "মহাশূন্য" !
5 comments:
"আমি তোমাকে কাছে থেকে দেখতে চাই ।
খুব, খুউব কাছে ।"
সত্যি? কোথায়?
কোন লক্ষণ তো অবশিষ্য নেই, তাহলে?
সবি কি কেবল কল্পনা? স্বপ্ন? নাকি সত্যি?
কবিতা তো জীবন নয়, বরং
জীবনকে কবিতা বানাও...
====================
সরি কি সব কৈয়া ফেল্লাম ... ভল্লাগছে
হা হা হা ।
অনুবাদ ভালো হয়েছে ।
এতো জটিল কবিতা বুঝি না ছায়।
কবিতা ভালো লাগছে...
সত্যি..
মন খারাপ থাকলে মনে হয় কবিতা ভালো লাগে..
কে জানে......
apu, Naradham bolchi. banglai kemne likhum? kobte bhalo hoise, khub bhalo....
//
Mahfuz
Post a Comment