Thursday, January 31, 2008

প্রতীক্ষীত ট্রেন

তোমার কবিতার ট্রেন ছেড়ে গেছে কবেই
সমান্তরাল পথ ঘেষে না ছুঁয়ে পাশাপাশি

এখনো বেলঘোর স্টেশনে দাঁড়িয়ে আমার শব্দের বিরহ

দুঃখেরা চৌকাঠ পেরিয়ে আসে রোজ রাতে
শুধু ভালোবাসাটুকুই পায় না টিকেট ব্ল্যাক মার্কেটে

তোমার কবিতার ট্রেন ছেড়ে গেছে কবেই
আমি কখনো দরখাস্ত লিখি স্টেশন মাস্টারের পদে
ভুল করে যদি নিয়েই ফেলে
একদিন ঠিক লাল রঙে থামিয়ে দেবো তোমার চলে যাওয়া

তোমার কবিতার ট্রেন ছেড়ে গেছে কবেই
কাউকে তো থাকতেই হয় অপেক্ষায় ... ... ...

3 comments:

শফিকুল ইসলাম 'টুটুল' said...

এক কাম করো...
আমি আগের ঠিকানায় আছি
সময় করে এসো একদিন ...
এই গানটা গাইতে থাকো...
কবিতার ট্রেন যখন ব্যাক করবে তখন যেন ঠিকানা হারানোর টেনশনে পরতে না হয়...

যথারীতি ভালো হয়েছে... ধন্যবাদ...
কবিতা উত্সবে যাবে নাকি?

Sreejukto Mahfuz Chowdhury said...

jotharithi, fataiya felsen....avro libraryr PC te install korte partesina..admin permir lagbo...


bhalo asen?

//
Mahfuz

আকতার জাভেদ said...

তোমার কবিতার ট্রেন ছেড়ে গেছে কবেই
কাউকে তো থাকতেই হয় অপেক্ষায় ... ... ...

Onoboddo !!!