অতঃপর তাকে বলা হলো নিরব হতে
মাটি কখনো বলে না কথা
এমন কি শহীদের রক্ত ও সেখানে ঘাসে চাপা
অতঃপর তাকে বলা হলো নিরব হতে
বাতাস কখনো গায় না গান
পিছনে রয়ে যাওয়া আর্তনাদ শুনেছো কি?
অতঃপর তাকে বলা হলো নিরব হতে
জলের ভিতরে শতবার কেটে দেখো ক্ষত
চিহ্ন থাকে না অপরাধ কি ক্ষোভের
অতঃপর তাকে বলা হলো জল , মাটি ও বাতাস হতে
তিনি নিরব হলেন কিনা জানি না
বিক্ষুব্ধ মাতৃভূমি জ্বলে ওঠে বার বার
জল, মৃত্তিকা আর বাতাসে স্লোগানে স্লোগানে মুখর
বাঙালী হয়ত কথা বলে না
দেয় না জবাব সুশীল শব্দে
আগুন ও বিসর্জনে কবিতা আপনি থাকে লেখা