Saturday, January 6, 2007

অনু কবিতা

ফুটতো যদি তোমার ঠোঁটে হাস্নুহেনা
ভ্রমর হয়ে নিতাম লুটে মধুর দেনা
চোখ গুলোতে ফোটাও যদি শাপলা শালুক
পুকুর চোরই হতাম আমি বুঝলে বালুক?
তোমার গালে শ্যামল বরণ সূয্যি জ্বেলে
পোড়াও কেনো আমায় এমন হিম অনলে?
তোমার চুলে কাঁধ ছোঁয়ানো পেতেছো ফাঁদ
হাত বাড়ালেই কেন যে হও নিষ্ঠুর চাঁদ!
আমার দোষ ? তোমায় যদি ভালো লাগে?
অন্ধকারের একলা রাতের আলো লাগে?
তোমার জন্য কষ্ট পেলে কি আর করা !
ভালোবাসি, কলঙ্ক তাই কপাল ভরা !
ভয় পেলে কি ভালোবাসায় হতাম নত?
পাই আর না পাই, বাসবো ভালো অবিরত !
২রা জানুয়ারী ২০০৭

ঢাকা

No comments: