Monday, December 10, 2007

ব্লগের ডাঃ আইজুদ্দির জন্য উপহার

লিংকুপ্রচন্ড মজা পেয়েছি লেখাটা পড়ে ।এই বিষয়ে অনেক দীর্ঘ আলোচনা হয়েছিলো ব্লগের অন্যতম শ্রেষ্ঠ কবি এবং নৃতাত্ত্বিক 'অন্যমনস্ক শরৎ' এর সাথে । শরতের সাথে আলোচনাটা জমেছিলো কারন সেইখানে শুধু দর্শন নয়, তথ্য এবং ধারনা এসেছিলো মানবের ইতিহাস, কবিতার ইতিহাস, কবিদের ইতিহাস এবং বিবর্তনের বিভিন্ন উপাত্ত থেকে। শরত একাধারে কবি, মানব গবেষক এবং বিজ্ঞানের একনিষ্ঠ পাঠক বলেই হয়ত আলোচনাটা একটা গ্রহনযোগ্য ব্যপ্তি পেয়েছিলো। আলোচনায় ব্লগের আরো অনেকেই ছিলেন যারা কবিতা লেখেন এবং ভালোবাসেন। তখনও এই গবেষনার ফল বের হয়নি । অথচ , আমরা দুই জনেই এই ধরনের একটা আশংকা করেছিলাম কবিদের নিয়ে। লেখাটা পড়ুন। আর চিন্তা করে দেখুন কবিতা আর লিখবেন কি না ! কবি, কবিতা এবং মৃত্যু নিয়ে একটা লেখা মাথায় ঘুরছে ক'দিন থেকে । সেই নিয়ে সামান্য 'হোম ওয়ার্ক' করতে গিয়ে এই গবেষনাটা পেলাম। হাসতে হাসতে শেষ । এর চেয়ে ভালো কোন উপহার ডাঃ আইজুদ্দির জন্য হতে পারে না । রাগ ইমনকে মনের সুখে জ্বালাতন করার জন্য ,এবং , ব্লগের কবিদের রগড়ানোর জন্য ইদানিং বেচারা আইজুদ্দির অস্ত্র কমে যাচ্ছিলো । দিলাম তুলে শিয়ালের হাতে মুরগি । কবিতাপ্রেমীরা এই ধরনের গর্হিত কাজের জন্য আমাকে দলে দলে এক দিয়া যান । নূরে আলাম ভাইকে হারাতেই হবে!

No comments: