Monday, December 10, 2007

সুযোগের অপেক্ষায় থাকে বিষ

অন্তরে বিষ মেখে থাকি অন্তরীন
আমার চেতনায় বাজে কাল কেউটের বীন
আমাকে চেনো নাই ? তোমাদের বিলাসী মন
অদ্ভুত নিরবতায় ভুলে জল ও মাটির ঋণ !

ভিতরে খুঁড়ে দেখো , অচল পয়সার মত
আমিও নাব্য বেদেনী , বয়ে বেড়াই ক্ষত
নিয়তির টুঁটি চেপে ডাঙ্গায় নেবেছি একা
বুকের বাক্স পেঁচিয়ে উলঙ্গ , প্রতারিত ।

এই দুই কুড়ি এক গন্ডার ডিঙা সেঁচে
দু মুঠো ভাত, কলমী, মরিচে বেঁচে
বেশ থাকি চাওয়ার তেমন আর কি
নিবু নিবু কুপির ভিতরে জীবন সেঁচে ।

গন্ডগোলের বছর গেলো বাপ আর ভাই
বোনটা ছিড়ে খেলে আর কোন কুল নাই
ভোটে বা বিচারে বাইদা ডাকে না কেউ
কি জিতে আর হারে , আমি কার খাই ?


তাও কেউ যদি কয় রক্ত গাঙে বয়নি
এই দেশে কেউ লাশের গন্ধ সয়নি
বাক্সে বাক্সে আমার সাপেরা তড়পায়
কাটবো ঠিকই , এখনো সময় হয়নি ।

No comments: