Saturday, January 6, 2007

কবি ও কবিতা !

তীব্রতমের হাত ধরে হেঁটে যায় কোমল আর্তনাদ
রোদেলা দুপুরে কুয়াশা ভাবে মেয়েটাই উন্মাদ
তবু নীলাকাশ গাঙচিলের কালো ডানা ছুঁয়ে দিলে
গণগণে সন্ধ্যায় লুকানো চাঁদ তারার মিছিলে
তুমিও একেলা থাকো , প্রিয়তমার ডান পাশে
জোনাকিরা কয় না কথা তোমার ধুসর আকাশে
উন্মোচিত চিলেকোঠায় ধুলার বাসর গোঙানি
বাম পাশেই দেখো আমূল ধর্ষনের হাতছানি
পিয়াঁজের সাত সতেরো বাকলে বিকাল নামে যদি
আমিও কবিতা দেবো জাহান্নামের দরজা অবধি!

No comments: